Ad

https://www.banggood.com/custlink/Dm3GAMAwfd

বাস্তবতা

মৃত্যু অনিবার্য। জন্মেছি যখন মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে এটাই নিয়ম। এসেছি যেমন যেতেও হবে। এই আসা যাওয়ার মাঝে ভিন্ন ভিন্ন মানসিকতার নুষের সাথে পরিচয় হয়, ভাই, বন্ধু, আত্বিয়-স্বজন সবার সাথে কত মধুর সম্পর্ক সবাইকে রেখে ঐ কবরে একাই যেতে হবে। কেউ সাথে যাবেনা। কিছু চাওয়া না পাওয়ার গল্প রয়ে যাবে এই পৃথিবীতে । আমরা রবোনা কিন্তু থেকে যাবে আমাদের কিছু স্মৃতি । আমাদের চাওয়া না পাাওয়ার গল্প। কারো হাসিতে কিংবা কারো কান্নায়! এটাই ইনিয়ম।

No comments

Powered by Blogger.