বাস্তবতা
মৃত্যু অনিবার্য।
জন্মেছি যখন মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে এটাই নিয়ম। এসেছি যেমন যেতেও হবে। এই আসা যাওয়ার মাঝে ভিন্ন ভিন্ন মানসিকতার নুষের সাথে পরিচয় হয়, ভাই, বন্ধু, আত্বিয়-স্বজন সবার সাথে কত মধুর সম্পর্ক সবাইকে রেখে ঐ কবরে একাই যেতে হবে। কেউ সাথে যাবেনা। কিছু চাওয়া না পাওয়ার গল্প রয়ে যাবে এই পৃথিবীতে । আমরা রবোনা কিন্তু থেকে যাবে আমাদের কিছু স্মৃতি । আমাদের চাওয়া না পাাওয়ার গল্প। কারো হাসিতে কিংবা কারো কান্নায়! এটাই ইনিয়ম।
No comments