মুখোশ
তোমার বদলে যাওয়াটাই ছিলো আমার বসন্তের মৃত্যু,
তোমায় হারানোর ভয়ে হতো আমার প্রতি নিঃশ্বাস এর মৃত্যু,
তোমার না বলে চলে যাওয়াটা ছিলো আমার বিশ্বাসের মৃত্যু,
আমার ভালোবাসার মৃত্যুর আবির্ভভাব এখানেই শুরু।
সবাই বলে ঠিক হয়ে যাবে মাত্রতো ২মাস ২/৩ বছর যাক দেখবা ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ জানেনা আমাদের ভালোবাসার সীমানা। জানো তোমাকে প্রতিনিয়ত প্রতি মুহুর্ত আজও ভালোবেসে যাই নীরবে ঠিক ওই গানটির মতো তুমি রবে নীরবে। তুমি বলেছিলে ভালোবাসি বলে কি পেতে হবে, আচ্ছা পেতেই যদি না হবে, ভালোবাসি বিলেছিলে কেন তবে! আমার অনুমানটাই সঠিক ছিলো তাহলে এতো লুকোচুরি করেছিলে কেন? জানি তুমি আজও উত্তর দিবেনা কারন তুমি আজকের প্লেবয়, মুখের আড়ালে থাকা মুখোশ। মুখ ও মুখোশের মধ্যে পার্থক্য করতে পারিনি বলেই দু'চোঁখে বইছে শ্রাবণ অঝর ধারায় তোমায় ভেবে।
No comments