Ad

https://www.banggood.com/custlink/Dm3GAMAwfd

Solution

 Suicide is not Solution 

হ্যা Suicide কোন problem এর solution না 

কিন্তু কেন Suicide করছে, ভেবে দেখেছেন কেন? 

যখন কোন মানুষ একটি মেয়ের/ছেলের স্বপ্ন, বিশ্বাস, আশা,আকাংখা ভেঙে দিয়ে যায়। যখন সেই লোকটির ঘরে বাইরে তাকে ছেড়ে যাওয়া লোকটির জন্য অপমান, অপদস্থ হতে হয়,পরিবারের কাছে হাজার কথা, ভাই,বোন বন্ধু-বান্ধব সকলের কাছ তাকে নিয়ে তার জন্য কিছুনা কিছু শুনতেই হয়! শুধু মাত্র সেই লোকটিই জানতে পারেনা সে যাকে ছেড়ে দিয়েছে তার জন্য তাকে কত কিছু বহন করতে হচ্ছে! আর এই সব কিছু যখন এই অবহেলিত মানুষটিকে সবকিছু থেকে একা করে দেয় ঠিক তখনি আর সহ্য করতে না পারে তখনি Suicide কে বেছে নেয় কারন তাতে করে আর এই পৃথিবীর মানুষের কথা শুনতে হবে না। প্রতি পদে পদে শুনতে হবেনা ও কেন তোকে ছেড়ে দিলো তুই কি করেছিস বা তোর সাথে কি কি হয়েছে। সবার সাথে যে সবকিছু হতেই হবে তা কিন্তু নয় মনের সাথে যে ছলনা হয়েছে সেটার কষ্ট কেউ বুঝেনা ভাবে শরিরের সম্পর্ক হয়েছিলো নির্ঘাত তাই মেয়েটিকে ছেড়ে চলে গেছে! মেয়েটি চলে গেছে নিশ্চয়ই তুই পারিসনাই টাকা পয়সা খেয়ে মেয়েটি এখন অন্য টাকা পয়সাওয়ালা পেয়েছে চলে গিয়েছে।  কারো সাথে Breakup হলেই একটাই প্রশ্ন Sex হইছে কয়বার! কেন Breakup হলেই কি Sex হয়েছিলো এমন ধারনা কেন! আবার Sex নাকি এখন ভাত মাছের মতো ব্যাপারনা!  যতসব ডাস্টবিনের কিট!  

এরা বলে মানুষ! মানুষের মতো আকারেই দেখায় আসলে নোংড়া মন মানসিকতা নিয়ে বড় হয়েছে এরা বলে সভ্য সমাজের মানুষ! আসলে এদের মনের থেকেও বস্তির মানুষের মন মানসিকতাও ভালো অন্তত ওরা জানে কোথায় কেমন কথা বলতে হয়! 

মুল কথা হচ্ছে এদের মতো মানুষদের কারনেই Suicide করতে না চাইলেও করতে বাধ্য হয়।

আবার আছে বাবা মায়েরা ভালোবাসার সম্পর্কটা কিছুতেই মেনে নিতে চায়না। ওরা ওদের মর্জি চালিয়ে দেয় ওদের উপর তখনও ছেলে মেয়েগুলি হয়তো চোখে উপায়ন্তর না দেখে বাধ্য হয় Suicide করতে। কেনরে বাবা যদি ওরা সুখি হতে পারে তাহলে তোমাদের সমস্যা কোথায়! তাহলেতো ওরা ভুল decision নেয় না,দেয়না নিজেদের এভাবে পাপি করে। যে অপরাধের কোন ক্ষমা নেই সেই অপরাধ করতে বাধ্য করে এই সমাজের কিছু মনমানসিকতায়  ভুগে যাওয়া রুগি গুলি! হ্যা এরা নিকৃষ্ট মনের মানুষ রুপি শয়তান যাদের কারনে না জানি কত জনে Suicide করেছে আর না জানি কতজনে করবে। এদের মতো অপরাধিদের আল্লাহ্ ছেড়ে দেন কেন এদের কেন শাস্তি প্রদান করেননা! 

যাই হোক Suicide করা হারাম যেনেও আমরা অনেকেই করি কিন্তু করার আগে ভাবুনতো আপনি  মারা গেলে কি কারো কোন ক্ষতি হবে নাকি কিছু আসবে যাবে! কিছুইনা! যার জন্য আপনাকে এতো কিছু শুনতে হয়েছে তাকে দেখিয়ে দিন আপনিও পারেন আর এটাই হবে তার জন্য আপনার দেয়া চরম প্রতিশোধ। আর যারা পরিবারের জন্য বিয়ে করতে পারছেননা একসাথে মারা যাচ্ছেন এতা না করে একসাথে বিয়ে করে সংসার করুন একদিন ঠিকই মেনে নিবে তবুও Suicide করবেননা। Please

No comments

Powered by Blogger.