Ad

https://www.banggood.com/custlink/Dm3GAMAwfd

স্ক্রিন প্রিন্ট ও ব্লকের কাপড় ধোয়ার নিয়ম



🍁স্ক্রিন প্রিন্ট বা ব্লক করা পোশাক শ্যাম্পু দিয়ে ভিজিয়ে যত যলদি সম্ভব ধুয়ে ফেলতে হবে। সব সময় সম্ভব না হলেও অন্তত প্রথম ধোয়াটা শ্যাম্পু দিয়ে ধুতে হবে। 


যেসব জামায় গোল্ডেন অথবা সিলভার রং অর্থাৎ খাড়ি ব্যবহার করা হয়েছে সেগুলো শ্যাম্পু


দিয়ে ধুলেই খাড়ির চাকচিক্য বজায় থাকে।


🍁কাপড় ধোয়ার সময় খুব জোরে আছড়ে যেন কাপড় কাচা যাবে না।


🍁বেশি ক্ষার যুক্ত সাবান ব্যবহার করা যাবে না এতে প্রিন্ট উঠে যেতে পারে, তাই ক্ষার কম আছে এমন সাবান ব্যবহার করা ভালো। 


🍁কাপড় ধোয়ার ব্রাশ ব্যবহার করা যাবে না , এতে রঙ নষ্ট হয়ে যাবে।


🍁ধোয়ার পর রোদে উল্টোদিক করে শুকিয়ে নিয়ে আবার  রং পাকা করার জন্য উল্টো দিকে কড়া ইস্ত্রি করতে হবে।

No comments

Powered by Blogger.