Ad

https://www.banggood.com/custlink/Dm3GAMAwfd

সুতি কাপড়ের যত্ন

১. যত দামী বা ভাল মানের কাপড় কেনেন না কেন কখনোই খুব গরম পানিতে দেবেন না বা বেশিক্ষণ ডিটারজেন্টে ভিজিয়ে রাখবেন না। খুব দামী ভয়েলেরও রং কাটতে পারে বিশেষ করে লাল, রয়্যাল ব্লু, বেগুনী, গাঢ় কমলা ইত্যাদি।

২. ডীপ কালারগুলো আলাদা করে ওয়াশ করবেন।

৩. কড়া রোদে বেশিক্ষন কাপড় রাখলে রং জ্বলে যায়, কিছু সময় রেখে এরপর বাতাসে শুকানো সবচেয়ে বেস্ট অপশন।

৪. ঘামের কাপড় না ধুয়ে রেখে দিবেননা। কাপড়ে কালচে বিন্দু দাগ যেগুলিকে আমরা তিলা বলে থাকি সেই দাগ বা তিলা পড়ে যেতে পারে। 

৫. প্যাস্টেল কালার অর্থাৎ একদম হালকা শেডের কাপড়গুলো কড়া রোদে একদমই না দেয়ার চেষ্টা করবেন।নয়তবা রং জ্বলে পুরোনোর মতন হয়ে যেতে পারে। 

৬. বৃষ্টি হবার সম্ভাবনা দেখলে আগেই কাপড় তুলে ফেলুন। বৃষ্টির প্রথম দিকের ফোটাগুলোতে এসিড মিশে থাকে, অনেক সময় দেখা যায় সাদা কালো প্রিন্টের কাপড়েরও রং কেটেছে,বৃষ্টির পানিতে মিশে থাকা এসিড থেকেও এটা হতে পারে। 


No comments

Powered by Blogger.