ব্লক বা স্ক্রিন প্রিন্টের কাপড়ের যত্ন ২
এক এক ধরনের কাপড়ের যত্ন এক এক রকম হয়ে থাকে।ব্লক প্রিন্ট এইসব ধরনের পোশাকের বেলায়ও আছে কিছু নিয়ম। ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট,বাটিক,স্প্রে অথবা স্ক্রিনপ্রিন্ট এর ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ টিপস,,,,
১.প্রথমেই আপনার পছন্দের পোশাকটি কড়া রোদে শুকিয়ে নিন।
২.তারপর কাপড়টির উল্টো পিঠে আয়রন করে নিন।
৩.প্রথমবার শ্যাম্পু ওয়াশ করে এরপর থেকে রেগুলার ওয়াশ করে ব্যবহার করুন।
যত্ন এবং সঠিক ব্যবহারই পারে আপনার পছন্দের কাপড়টি সুন্দর ও নতুনের মত করে রাখতে।।

No comments