অসমাপ্ত
আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়.....
আমি জোৎস্না মাখা শহরে নয়
অন্ধকারেও তোমাকে চাই।
আমি রৌদ্রময় শহরে নয়
বৃষ্টিভেজা শহরেও তোমাকে চাই।
আমি আকাশচুম্বী শহরে নয়
ছোট্টো কুটিরে তোমাকে চাই।
আমি বিশালতার পূর্ণ ছোয়ায় নয়
আমি সল্প আলিঙ্গনে তোমাকে চাই।
আমি শুধু তোমাকেই ছুঁতে চাই।
হৃদয় দিয়ে হৃদয় ছুঁতে চাই।
তবে, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়.....
No comments